নারায়ণগঞ্জের আড়াইহাজারে যানজট নিরসনে সেনাবাহিনীর অভিযান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যানজট নিরসনে সেনাবাহিনীর অভিযান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যানজট নিরসনে সেনাবাহিনীর অভিযান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজরের যানজট নিরসনে কাজ করেছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার সকাল থেকে তারা পায়রা চত্বর থেকে শুরু করে ডাক বাংলা হয়ে আড়াইহাজার বাজর ও বর্তমান অস্থায়ি থানার মোড় পর্যন্ত রাস্তার পাশের ফুটপাথের দোকান, রাস্তায় মার্কেটগুলোর সামনে অবৈধভাবে পার্কিং করে রাখা মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা এবং সিএনজি অটো রিকশাগুলো সরিয়ে রাস্তার যানজটমুক্ত করে দেন।

যানবাহনের আধিক্য ও তীব্র যানজটের কারণে গাড়ী গুলো চলতে ও যথা সময়ে গন্তব্যে যেতে পারে না। লোকজন হেঁটে রাস্তা পারাপার হতে পারে না। বিশেষ করে শপিং মলগুলোর সামনে গাড়ী পার্কিং-এর ব্যবস্থা না থাকায় ছোট বড় অটোরিকশাগুলো এবং দোকান মালিকদের মোটর সাইকেল গুলো প্রতিটি শপিং মলের সামনে পার্কিং করা থাকে। ফলে প্রধান সড়ক যানবাহন পূর্ণ থাকছে সর্বদা। রাস্তার এপারের লোকজন ওপারে যেতে কষ্ট হয়। এ ব্যাপারে কোন পথচারী গাড়ীর সাথে ধাক্কা লেগে আহত হয়ে চালকদেরকে কিছু বললে আবার চালকদের রোষানলে পড়ে অপদস্থ ও হতে দেখা যায়।

আড়াইহাজার বাজারটি ঢাকা-বিশনন্দী (ফেরিঘাট) আঞ্চলিক মহা সড়কের দু পাশে অবস্থিত থাকায় এখানে যানবাহনের চাপ বেশি। যানবাহনের চাপ কমাতে আড়াইহাজার পুরাতন রেল ষ্টেশন থেকে দক্ষিণপাড়া মার্কাজ মসজিদ পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে। ফলে ভারী যানবাহন ও বড় বড় ট্রাক গুলো ঐ সড়কে চলাচল করছে বলে বাজারের উপর যদিও একটু যানবাহনের চাপ কমেছে, তথাপি অটো রিকশার আধিক্য এবং যত্র তত্র ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার অধিক্যের কারণে বাজার কোনো ক্রমেই যানজট মুক্ত হচ্ছে না। ফলে সোমবার জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে এ যানজট মুক্তকরণ অভিযান চালায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।