সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় বিস্ফোরক উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়গোপ টিলা এলাকা থেকে ছয়টি ডেটোনেটর এবং ছয়টি বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব ও বিজিবির যৌথ বাহিনী।
র্যাব জানায়, বুধবার (২৩ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ টিলা এলাকায় অভিযান চালিয়ে ১২টি বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা মশিহুর রহমান সোহেল প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, এ ঘটনায় জড়িত অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।