অবৈধভাবে বসবাস করার অভিযোগে ভারতে পুনেতে ২১ বাংলাদেশি গ্রেফতার

অবৈধভাবে বসবাস করার অভিযোগে ভারতে পুনেতে ২১ বাংলাদেশি গ্রেফতার

অবৈধভাবে বসবাস করার অভিযোগে ভারতে পুনেতে ২১ বাংলাদেশি গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধভাবে ভারতে বসবাস করার অভিযোগে ভারতের মহারাষ্ট্রের পুনে থেকে গ্রেফতার করা হয়েছে ২১ বাংলাদেশিকে।

সোমবার মহারাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের (এটিএস) অভিযান চলাকালীন গ্রেফতার করা হয় অভিযুক্তদের। তাদের কাছ থেকে ভারতীয় আধার, প্যান কার্ডসহ বিভিন্ন ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ৪ নারী ও ২ জন তৃতীয় লিঙ্গ।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রের রঞ্জনগাঁও এলাকায় বাস করছিলেন ওই ২১ জন্য। গোপন খবরের ভিত্তিতে সোমবার অভিযান চালায় এটিএস। তখন গ্রেফতার করা হয় এই ২১ জনকে।

পুলিশের তরফে জানানো হয়েছে, কী কারণে তারা ভারতে এসে বসবাস করছিলেন সেটির তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, সাধারণত কোনও এজেন্টকে ধরে টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন অভিযুক্তরা। পরে ওই এলাকায় থেকে দিনমজুর হিসেবে কাজ করতেন তারা। এক সূত্র ধরেই অবৈধ অনুপ্রবেশের বড়সড় চক্র সামনে আসতে পাড়ে বলে আশাবাদী পুলিশ।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া ২১ জনকে আদালতে তোলা হলে তাদের ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *