খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় যুবকসহ দুজন আটক
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় এক যুবকসহ দুইজনকে আটক করেছে বিজিবি। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ধর্মরামবাড়ী এলাকার ভারত সীমান্ত থেকে দুইজনকে আটক করে বিজিবির পলাশপুর জোনের (৪০ বিজিবি) শফিটিলা সীমান্ত ফাঁড়ীর সদস্যরা।
আটক ব্যক্তিরা হল- ভারতের দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়ার রাজনগরের ললিত দাসের ছেলে রনি দাস (৩২) ও খাগড়াছড়ির মাটিরাঙার বেলছড়ি ছনখোলার সাইফুল ইসলাম (২৪)।
এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, নগদ অর্থ ও ভারতীয় আধার কার্ডের ছবি জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়- সীমান্তে টহল দেয়ার সময় অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক ও তার সহযোগীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।