ভারত-বাংলাদেশ সীমান্তে কোটি টাকার স্বর্ণ জব্দ করল বিএসএফ
নিউজ ডেস্ক
ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতীয় মুদ্রায় এর দাম ১ কোটি ১২ লাখ রুপি।
বুধবার (২৩ অক্টোবর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফ জওয়ানরা এই স্বর্ণের চোরাচালান জব্দ করে।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা ১ কেজি ৩৯৬ গ্রাম ওজনের স্বর্ণের সাথে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করেছে। ওই স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে পাচার করা হচ্ছিল বলে জানানো হয়েছে।
এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, ঘোজাডাঙ্গায় বিএসএফ চেক পোস্টের কাছে একটি সন্দেহজনক মোটরসাইকেল আটকায়। ওই ব্যক্তিকে তল্লাশির করে তার শার্টের ভেতরে টেপ দিয়ে শক্তভাবে ওই স্বর্ণের বার পাওয়া যায়। এসময় ওই ব্যক্তির মানিব্যাগেও লুকানো আরেকটি স্বর্ণের ছোট আকৃতির টুকরো পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের মোট ওজন ১.৪ কেজি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।