ময়মনসিংহ সীমান্তে নিহত করিমের মরদেহ ফেরত দিল বিএসএফ

ময়মনসিংহ সীমান্তে নিহত করিমের মরদেহ ফেরত দিল বিএসএফ

ময়মনসিংহ সীমান্তে নিহত করিমের মরদেহ ফেরত দিল বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্তে তাড়া খেয়ে কালভার্টের নিচে পড়ে রিজাউল করিম (৩৭) নামে নিহত সেই বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে দুর্গাপুরের বিজয়পুর বিওপির ব্যাটালিয়নের বাঘমারা এলসি দিয়ে নেত্রকোনা জেলা পুলিশের মাধ্যমে নিহতের পরিবারের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়।

নিহত রিজাউল ময়মনসিংহের শেরপুর জেলার সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিজিবি কর্মকর্তা কর্নেল এ এস এম কামরুজ্জামান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএসএফের বরাত দিয়ে বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহের ধৌবাউরার দীগলবাঘ এলাকায় সীমান্ত পিলার ১১৩৮/৪ এস দিয়ে সাত বাংলাদেশি নাগরিক কাঁটাতার হতে ১০০ থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন।

এ সময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ৬ জন পালাতে সক্ষম হন। একজন একটি কালভার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে পানিতে তলিয়ে যান। সেখান থেকে বিএসএফ তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করে। পরে সেখানেই মারা যান সেই বাংলাদেশি। ভারতে মরদেহ ময়নাতদন্তের পর বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে।

এখন বাংলাদেশে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান বিজিবির কর্মকর্তা এ এস এম কামরুজ্জামান।

এ দিকে মরদেহ দুর্গাপুর থানায় নেয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে বলে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, চেকপোস্ট সীমান্ত আইন অনুযায়ী মরদেহ থানায় আছে। ইউডি মামলা দায়েরের পর নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed