আলীকদম বাজারে অগ্নিনির্বাপণ মহড়া: সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাড়ল জননিরাপত্তা সচেতনতা

আলীকদম বাজারে অগ্নিনির্বাপণ মহড়া: সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাড়ল জননিরাপত্তা সচেতনতা

আলীকদম বাজারে অগ্নিনির্বাপণ মহড়া: সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাড়ল জননিরাপত্তা সচেতনতা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জননিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আলীকদম বাজার এলাকায় অগ্নিকাণ্ড নির্বাপনের একটি বাস্তবমুখী ও সমন্বিত মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত আলীকদম সেনা জোনের সার্বিক পরিকল্পনা, নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ মহড়া সফলভাবে সম্পন্ন হয়।

মহড়ায় সেনা সদস্যরা আগুন লাগার পর করণীয় বিভিন্ন ধাপ বাস্তব পরিস্থিতির অনুকরণে উপস্থাপন করেন। এর মধ্যে ছিল দ্রুত ঘটনাস্থল ঘেরাও, বাজারের জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, আগুনের উৎস শনাক্তকরণ এবং তাৎক্ষণিক নির্বাপন কার্যক্রম।

আলীকদম বাজারে অগ্নিনির্বাপণ মহড়া: সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাড়ল জননিরাপত্তা সচেতনতা

পুরো মহড়াজুড়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, বাজার কমিটি ও স্বেচ্ছাসেবীদের মধ্যে কার্যকর সমন্বয় লক্ষ্য করা যায়, যা মহড়াটিকে বাস্তবসম্মত ও শিক্ষণীয় করে তোলে।

এই মহড়ার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিনিধিরা অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ও নিরাপদভাবে ব্যবস্থা নিতে হবে সে বিষয়ে প্রত্যক্ষ ধারণা লাভ করেন। একই সঙ্গে অগ্নি-নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং সমন্বিত উদ্ধার কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

আলীকদম বাজারে অগ্নিনির্বাপণ মহড়া: সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাড়ল জননিরাপত্তা সচেতনতা

আলীকদম সেনা জোন সূত্রে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের আস্থা সুদৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া নিয়মিতভাবে আয়োজন করা হবে বলেও জানানো হয়।

মহড়া শেষে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বাজার পরিচালনা কমিটির সদস্যরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ঘন ঘন এ ধরনের সচেতনতামূলক মহড়া আয়োজনের দাবি জানান।

আলীকদম বাজারে অগ্নিনির্বাপণ মহড়া: সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাড়ল জননিরাপত্তা সচেতনতা

প্রসঙ্গত, পাহাড়ি ও দুর্গম এলাকায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে তাৎক্ষণিক সাড়া নিশ্চিত করতে এ ধরনের বাস্তবমুখী মহড়া স্থানীয় জনগণের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed