বাংলাদেশি ২ কিশোরকে ফেরত দিল মিয়ানমার
নিউজ ডেস্ক
মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির কাছ থেকে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে বান্দরবানের ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজে বিজিবির কাছে দুই বাংলাদেশি কিশোরকে হস্তান্তর করে আরাকান আর্মি।
ফেরত দুই কিশোর হলেন, টেকনাফ উপজেলার হ্নীলার পশ্চিম ফুলের ডেইল এলাকার মো. ছাবের (১৪) ও আব্দুর রহমান (১২)।
কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, গত ১৩ আগস্ট টেকনাফের নাফ নদীতে মাছ শিকারে যায় দুই কিশোর। নাফ নদীতে মিয়ানমারের পার্শ্ববর্তী ডুবাচর দ্বীপে মাছ ধরতে যাওয়া আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। পরে দুই কিশোরের পরিবার বিষয়টি বিজিবিকে অবহিত করলে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করেন তারা। সার্বক্ষণিক প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে আরাকান আর্মির নিকট হতে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত আনতে সক্ষম হয় বিজিবি।
পরে প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুই কিশোরকে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানায় ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।