মণিপুরে স্বাধীনতাকামী সংগঠনের ৩ সদস্য আটক

মণিপুরে স্বাধীনতাকামী সংগঠনের ৩ সদস্য আটক

মণিপুরে স্বাধীনতাকামী সংগঠনের ৩ সদস্য আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মণিপুরের মায়ানমার সীমান্তে ভারতীয় নিরাপত্তা বাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর তিন সদস্যকে আটক করেছে। প্রথমে ইয়াংহৌবাং গ্রাম থেকে রবার্ট লালহাডামকে একটি INSAS Excalibur রাইফেলসহ আটক করা হয়।

পরে টেনগনৌপাল জেলায় অভিযান চালিয়ে নিংগমবাম প্রিয়ো সিং এবং শৈখম দেবজিত সিংকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চূরাচাঁদপুর জেলার টেইজাং গ্রামের নিকটবর্তী বনাঞ্চলে অনুসন্ধান চালানো হয়।

সেখানে থাংজিং রিজের পাদদেশে তিনটি রাইফেল, একটি টেলিস্কোপিক স্নাইপার রাইফেল, একটি স্ট্যান্ডসহ মর্টার, ৩০ রাউন্ড গোলাবারুদ, ডেটোনেটর ও টিয়ার স্মোক গ্রেনেড উদ্ধার করা হয়।

পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) মণিপুরের একটি সশস্ত্র সংগঠন, যা মণিপুরের স্বাধীনতার জন্য সক্রিয়। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মণিপুর রাজ্যের ভূমিপুত্রদের নিয়ে গঠিত এবং তারা ভারতীয় বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র হামলা চালিয়ে থাকে। সংগঠনটি বিভিন্ন সময়ে অপহরণ, বিস্ফোরণ ও সংঘর্ষের সঙ্গে যুক্ত এবং মণিপুরের স্বাধীনতা প্রতিষ্ঠায় অবিচল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।