মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার
 
                 
নিউজ ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সেনাবাহিনীর মেজর সাদির।
তিনি বলেন, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
আর ক্যাপ্টেন সৈকত জানিয়েছেন, মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে ধারালো অস্ত্রসহ এক তরুণী ও এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
এর আগে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি রোধে রাজধানীর মোহাম্মদপুরের হাউজিংগুলোতে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে সেনাবাহিনী। রোববার (২৭ অক্টোবর) থেকে এসব ক্যাম্প বসিয়ে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক কাজ করছেন সেনাসদস্যরা।
২৩ ইস্ট বেঙ্গলের উপঅধিনায়ক মেজর নাজিম আহমেদ জানান, ‘দু-তিনটি হাউজিং এলাকার মধ্যে একটি করে এমন অস্থায়ী ক্যাম্প তৈরি করা হবে, যেখান থেকে সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
