খাগড়াছড়িতে নবীন সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে নবীন সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে নবীন সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালা সেনানিবাসের ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে (এফএআরটিসি)’ রিক্রুট ব্যাচ-২০২৪ এর মৌলিক প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ।

বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সদস্য হিসেবে যোগদানকারী ৭৫৮ জন তরুণ সৈনিক তাদের শপথ গ্রহণ ও কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের সেবায় অঙ্গীকারবদ্ধ হন।

আজ সোমবার (৪ নভেম্বর) সকালে দীঘিনালা এফএআরটিসি প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।

খাগড়াছড়িতে নবীন সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

নবীন সেনাসদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান বলেন, নান্দনিক ও চৌকস কুচকাওয়াজের মাধ্যমে তারা পদাতিক রেজিমেন্টের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি নবীন সৈনিকদের দেশপ্রেম, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে সেবা করার আহ্বান জানান।

খাগড়াছড়িতে নবীন সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রশিক্ষণে সর্বোত্তম নৈপুণ্য প্রদর্শনের জন্য ৬ জন নবীন সৈনিককে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথি। এরপর তিনি এফএআরটিসি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসানসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।