চুয়াডাঙ্গায় যৌথ বাহিনী কর্তৃক চেকপোস্ট স্থাপন, ১৬ টি মামলায় ৫৮হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনী কর্তৃক চেকপোস্ট স্থাপন, ১৬ টি মামলায় ৫৮হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনী কর্তৃক চেকপোস্ট স্থাপন, ১৬ টি মামলায় ৫৮হাজার টাকা জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী কর্তৃক সড়কে চেক পোস্ট স্থাপন ও সড়ক আইন লঙ্গনকারী চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৬টি মামলায় ৫৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার (৬ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গা সদরের ট্রাফিক পুলিশের সমন্বয়ে দর্শনা থানার প্রতাপপুরে চলে এ অভিযান।

অভিযানে সড়ক আইন ভঙ্গ ও হেলমেট পরিধান না করায় ১৬ টি মামলা দায়েরের মাধ্যমে ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

যৌথ বাহিনী জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক দূর্ঘটনা কমাতে নিয়মিত এমন অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।