নাটোরে সড়কে শৃংখলা ফেরাতে সপ্তাহব্যাপী যৌথবাহিনীর অভিযান, ১১৭টি মামলায় নয় লক্ষাধিক টাকা জরিমানা
নিউজ ডেস্ক
সড়কে শৃংখলা ফেরানো, অবৈধ মাদক দ্রব্য পরিবহন রোধকল্পে এবং সর্বোপরি সড়ক দূর্ঘটনা কমাতে সপ্তাহব্যাপী নাটোর জেলার ৫টি উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী কর্তৃক চেক পোষ্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ৮টি চেকপোষ্টে সড়ক আইন ভঙ্গ, হেলমেট পরিধান না করা এবং তল্লাশী অভিযান চালিয়ে দায়েরকৃত ১১৭টি মামলায় ৯ লক্ষ ১৭ হাজার ৭শ টাকা জরিমানা, এক ব্যক্তিকে গ্রেফতারসহ ১১টি মোটর সাইকেল ও ১টি বাস জব্দ করা হয়।
এর মধ্যে নাটোর সদর উপজেলার হরিশপুর গোল চত্তরে ১৬টি মামলায় ৬৯ হাজার টাকা জরিমানা ও ৫টি মোটরসাইকেল জব্দ, মাদ্রাসা মোড়ে ৫টি মামলায় ১৬ হাজার ৭শ টাকা জরিমানা ও ১ জন ব্যক্তিকে গ্রেফতার, নিচুঁ বাজার পুলিশ চেকপোষ্টে ১২টি মামলায় ৭৬ হাজার টাকা জরিমানা, ছায়াবানী মোড়ে ৫৮হাজার টাকা জরিমানা, লালপুর উপজেলার ইশ্বরদি মহাসড়কে ৫৬টি মামলায় ৪ লক্ষ ৭হাজার টাকা জরিমানা ও ৪টি মোটরসাইকেল জব্দ, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মোড়ে ২৩টি মামলায় ১ লক্ষ ৭৬ হাজার টাকা জরিমানা ও ১টি বাস, ২টি মোটরসাইকেল জব্দ এবং সিংড়া উপজেলার কারিগরী প্রশিক্ষণ সংলগ্ন মহাসড়কে ১টি মামলায় ৪৫ হাজার টাকা ও সিংড়া বাসস্টান্ডে ৪টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
যৌথ বাহিনী জানিয়েছে, সড়কে শৃংখলা ফেরানো ও সড়ক দূর্ঘটনা কমাতে নিয়মিত এমন অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।