আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সেনাবাহিনীর মানবিক সহায়তা
নিউজ ডেস্ক
বান্দরবানের আলীকদমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে মানবিক সহায়তার অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) আলীকদম জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে এসব অনুদান প্রদান করা হয়।
আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্র-ছাত্রীদের খাবার বিল বাবদ আর্থিক অনুদান এবং জোন সদরের আওতাধীন পানবাজার এলাকার খ্রীষ্টফার ত্রিপুরাকে তার সন্তানের চিকিৎসার জন্য ৫,০০০.০০ টাকা তাৎক্ষণিক অনুদান প্রদানসহ সর্বমোট দুই লক্ষ ছেষট্টি হাজার চারশত ছাব্বিশ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম। এসময় জোনাল স্টাফ অফিসার মেজর মোঃ পাভেল মাহমুদ রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।