ইঞ্জিনিয়ার্স, ইএমই ও এসিসি কোরের রিক্রুট ব্যাচ-২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স, ইএমই এবং এসিসি কোরের রিক্রুট ব্যাচ-২০২৪ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার যথাক্রমে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই), কাদিরাবাদ এবং ইএমই সেন্টার এন্ড স্কুল (ইএমইসিএন্ডএস), সৈয়দপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে যথাক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ (ই-ইন-সি) মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
এই নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স, ইএমই এবং এসিসি কোরের সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করল। অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথিরা বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন।
পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান। সেসঙ্গে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠান দুটিতে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা, জেসিও, অন্যান্য পদবির সৈনিকরা ও আমন্ত্রিত অতিথিরা এবং প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।