আমেরিকায় ক্ষমতায় কে এলো না এলো সেটা বড় নয়, সম্পর্কটা জরুরি- সুপ্রদীপ চাকমা

আমেরিকায় ক্ষমতায় কে এলো না এলো সেটা বড় নয়, সম্পর্কটা জরুরি- সুপ্রদীপ চাকমা

আমেরিকায় ক্ষমতায় কে এলো না এলো সেটা বড় নয়, সম্পর্কটা জরুরি- সুপ্রদীপ চাকমা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল ও ডোনাল্ড ট্রাম্প ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্ক কেমন যাবে এ নিয়ে নানা আলোচনা ও বিশ্লেষণের উত্তর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

তিনি বলেছেন, আমেরিকায় ক্ষমতায় কে এলো, কে এলো না সেটা বড় বিষয় নয়। আমাদের সম্পর্কটা ঠিক রাখাটাই জরুরি।

রোববার (১০ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদ উন্নয়নে স্টেকহোল্ডারগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক রাখাটাই জরুরি। সেভাবে আমরা নিজেরাই অগ্রসর হচ্ছি।

প্রতিবেশী দেশের সঙ্গেও সুসম্পর্ক রাখার বার্তা দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, একইভাবে আমাদের প্রতিবেশীর সঙ্গে চিন্তাভাবনা করছি কীভাবে সম্পর্কে অগ্রসর হবো। সবকিছুই ঠিকমতো চলছে।

আমেরিকায় ক্ষমতায় কে এলো না এলো সেটা বড় নয়, সম্পর্কটা জরুরি- সুপ্রদীপ চাকমা

কাপ্তাই হ্রদ খননে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, পূর্বে ঢাকা থেকে সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হতো, যা মাঠ পর্যায়ে ফলপ্রসূ হতো না। আমরা এই ধারা ভাঙতে চাই। স্থানীয় পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে বসেই গ্রহণ করতে চাই।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, বিএফডিসি কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবুজ্জাহের, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তনয় ত্রিপুরাসহ অনেকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।