এবার মণিপুরে মেইতেই নারীকে হত্যা

এবার মণিপুরে মেইতেই নারীকে হত্যা

এবার মণিপুরে মেইতেই নারীকে হত্যা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতিগত সহিংসতায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। গত বৃহস্পতিবার রাজ্যের জিরিবাম জেলায় ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারা হয় এক নারীকে। এর জেরে শনিবার আরেক নারীকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মণিপুরে স্থানীয় সময় শনিবার বিকেলের দিকে বিষ্ণুপুর জেলায় মেইতেই সম্প্রদায়ের এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তিন সন্তানের মা ওই নারীকে একটি ধানের খেতে গুলি করে হত্যা করা হয় বলে পুলিশকে জানিয়েছেন তাঁর স্বামী। পুলিশ জানিয়েছে, কুকি জনগোষ্ঠীর সশস্ত্র ব্যক্তিরা ওই নারীকে হত্যা করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে পশ্চিম মণিপুরের জিরিবাম জেলায় হামর সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারা হয়। তিনিও তিন সন্তানের মা ছিলেন। ফলে হত্যার ঘটনা দুটি একটি অপরটির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।

হামর, জোমি ও কুকি– এই তিন জাতিগোষ্ঠীকে সম্মিলিতভাবে ‘জো’ বলা হয়। অনেক সময় এই তিন গোষ্ঠীসহ অন্য আরও ছোট গোষ্ঠীকে মিলিয়ে শুধু আদিবাসী বা কুকি বলে চিহ্নিত করা হয়। মণিপুরে আদিবাসীদের মধ্যে কুকিরাই সংখ্যাগরিষ্ঠ।

মণিপুরের নিচু উপত্যকা অঞ্চলের অধিকংশ গ্রাম এখনো পর্যন্ত কুকিসহ অন্যান্য গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। ফলে মেইতেই অঞ্চলে কাউকে হত্যা করা হলে কুকি অঞ্চলে প্রতিহিংসার পরিস্থিতি তৈরি হচ্ছে। দুই পক্ষের সংঘাতে প্রাণ যাচ্ছে গ্রামের সাধারণ মানুষের।

গত বছর মে মাস থেকে ধারাবাহিক সংঘাতে মণিপুরে এখন পর্যন্ত সরকারি হিসাবে প্রায় ২৫০ জন নিহত হয়েছে। গৃহহীন প্রায় ৬০ হাজার মানুষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।