সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফএর গুলিতে দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ

সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফএর গুলিতে দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ

সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফএর গুলিতে দুই রোহিঙ্গা গুলিবিদ্ধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মৌলভীবাজার জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে সাত রোহিঙ্গা নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফএর গুলিতে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন । ঘটনাটি ঘটেছে শনিবার (৯ নভেম্বর) রাত অনুমান দেড়টার দিকে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ভারত থেকে অবৈধপথে নাজিম উদ্দিন ও তার স্ত্রী দিলারা বেগম, তাদের ৫ শিশু সন্তান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায়। এ সময় দিলারা ও তার কোলে থাকা শিশু সন্তান সোহানা গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে পাঠান। পরে রবিবার বিকালে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রোহিঙ্গা নাজিম উদ্দিন জানান, বিএসএফের এক সৈনিক এক রাউন্ড গুলি করে। ওই গুলি তার স্ত্রী ও সন্তানের গায়ে লাগে। পরে আরও গুলি করতে চাইলে অস্ত্রে গুলি আটকে যায়। পরে তারা দ্রুত বাংলাদেশের ভেতর ঢুকে পড়েন। প্রায় দুই বছর আগে তার শাশুড়িকে দেখার জন্য যান ভারতে। দালালের মাধ্যমে ফেরার পথে সীমান্তে গুলিবিদ্ধ হয় তার স্ত্রী ও এক সন্তান।

তবে মৌলভীবাজার জেলার কোন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তার সঠিক কোনও তথ্য দিতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে, কুলাউড়া উপজেলার মুরইছড়া অথবা জুড়ী উপজেলায় লাঠিটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, শনিবার রাতে সীমান্তে বিজিবির টহল জোরদার ছিল। এ ধরনের ঘটনা তাদের জানা নেই।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।