রামগড় জোন কর্তৃক পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

নিউজ ডেস্ক
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ২০২৪ শিক্ষাবর্ষের কম্পিউটার এবং সেলাই প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রামগড় জোন কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এসব সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন।
এসময় তিনি বলেন, রামগড় বিজিবি জোন দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছে, তারই একটি অন্যতম কার্যক্রম হচ্ছে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ প্রদান করা।
এছাড়াও তিনি বলেন, প্রশিক্ষণার্থীগণ এই প্রশিক্ষণ আগ্রহ সহকারে গ্রহণ করে ব্যক্তিগত জীবনসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন এবং রামগড় জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ নুর হোসেনসহ পদস্থ বিজিবি কর্মকর্তা, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।