‘ইউপিডিএফ (প্রসীত) পাহাড় ধ্বংসের পাশাপাশি অশান্তির বিষবাষ্প ছড়াচ্ছে’

‘ইউপিডিএফ (প্রসীত) পাহাড় ধ্বংসের পাশাপাশি অশান্তির বিষবাষ্প ছড়াচ্ছে’

‘ইউপিডিএফ (প্রসীত) পাহাড় ধ্বংসের পাশাপাশি অশান্তির বিষবাষ্প ছড়াচ্ছে’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল ইউপিডিএফ পাহাড় ধ্বংসের পাশাপাশি অশান্তির বিষবাষ্প ছড়াচ্ছে দাবি করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক মিটন চাকমা বলেছেন, পাহাড়ের মানুষের শান্তি চায় না ইউপিডিএফ।

ইউপিডিএফ (প্রসীত)চাঁদাবাজি, অপহরণ, হত্যার রাজনীতি করে জুম্ম জাতির সাথে তামাশা করছেন বলেও অভিযোগ করেন তিনি। প্রসীত পন্থিরা গত ১০ নভেম্বর ভারতে গিয়ে সেদেশ লবিষ্ট নিয়োগ করে পাহাড় অরাজকতা সৃষ্টির খেলায় মেতে উঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আজ শুক্রবার (১৫ই নভেম্বর ২০২৪) সকালে খাগড়াছড়ি জেলা সদরের সুর্যশিখা ক্লাব মাঠে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সন্তু লারমাকে রাঙামাটি থেকে বিতাড়িত করতে এগত্তরে কথা বলে অরাজকতা সৃষ্টি করলেও, আসলে ইউপিডিএফের উদ্দেশ্য ভিন্ন।

‘ইউপিডিএফ (প্রসীত) পাহাড় ধ্বংসের পাশাপাশি অশান্তির বিষবাষ্প ছড়াচ্ছে’

এসময় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, শক্তিমান চাকমাসহ অসংখ্য নেতাকর্মীদের হত্যার অভিযোগ তুলে প্রসীতপন্থী ইউপিডিএফকে আর ছাড় না দেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

সংগঠনটির সমন্বয়ক সুলেন চাকমার সঞ্চালনা ও খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আলোকময় চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাধারন সম্পাদক মিটন চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলটির কেন্দ্রীয় সমন্বয়ক সারমিন চাকমা, জ্যোতিষ দেওয়ান। এসময় সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমাসহ সিনিয়র নেতাককর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন, জুম্ম জাতির অধিকারের কথা বলে ইউপিডিএফ কর্তৃক চাঁদাবাজি, অপহরণ, তরুণ সমাজকে বিপথে পরিচালিত করার অপচেষ্টা রুখে দেয়া জন্য সবাইকে আহবান জানান বক্তারা।

প্রসঙ্গত, পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন প্রসীত পন্থি ইউপিডিএফের বিরুদ্ধে স্বজনপ্রীতি, আদর্শ থেকে সরে গিয়ে চাঁদাবাজি, খুন, ধর্ষণসহ নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ এনে জুম্ম জাতির অধিকার আদায়ের লক্ষে প্রয়াত কেন্দ্রীয় আহবায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মার নেতৃত্বে ২০১৭ সালে ১৫ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে গঠিত হয় ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।