থাইল্যান্ডে ৭০ রোহিঙ্গা অভিবাসী আটক

থাইল্যান্ডে ৭০ রোহিঙ্গা অভিবাসী আটক

থাইল্যান্ডে ৭০ রোহিঙ্গা অভিবাসী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

থাইল্যান্ডে ৭০ জন অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন থাই এক কর্মকর্তা। শনিবার (১৬ নভেম্বর)তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে ৩০ জন শিশুও রয়েছে। ধারণা করা হচ্ছে,তারা মিয়ানমার থেকে অবৈধভাবে থাইল্যান্ডে আসা রোহিঙ্গা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফাংঙ্গা প্রাদেশিক পুলিশের কমান্ডার সোমকানে পোথিসরি বলেছেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মিয়ানমার থেকে আসা মুসলিম। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা।’

দক্ষিণ থাইল্যান্ডের একটি দ্বীপের সৈকতে এই দলটিকে দেখা যায়। কর্মকর্তাদের তোলা ছবিতে দেখা গেছে, দলটির নারীরা হিজাব পরিহিত ছিলেন।

ফাংঙ্গার গভর্নর সুপোজ রদরুং না নংখাই রয়টার্সকে বলেন, আমরা এখনো নিশ্চিত করতে পারিনি তারা রোহিঙ্গা, নাকি মিয়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা অন্য কেউ।

তিনি জানান, কর্তৃপক্ষ এখনও তদন্ত করছে। শিশুদের সমাজ উন্নয়ন ও কল্যাণ বিভাগ (ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার) এর তত্ত্বাবধানে রাখা হবে বলে তিনি জানান।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের দক্ষিণ এশিয়া থেকে আসা বিদেশি বলে গণ্য করা হয় এবং সেদেশে তাদেরকে নাগরিকত্ব দেয়া হয় না। পাশাপাশি তারা নির্যাতনের শিকার হয়।

ফলে বছরের পর বছর ধরে অনেক রোহিঙ্গা নড়বড়ে কাঠের নৌকায় করে প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও বাংলাদেশে ঢুকে। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়ও পৌঁছানোর চেষ্টা করেন তারা। বিশেষত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সমুদ্র শান্ত থাকার সময় এই প্রবণতা বেড়ে যায়।

গত মাসে শত শত রোহিঙ্গা বহনকারী নৌকা ইন্দোনেশিয়ায় ভিড়েছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।