বান্দরবানে বিজিবির অভিযান, অস্ত্রসহ নানা সরঞ্জাম রেখে পালালো কেএনএফ সন্ত্রাসীরা
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের রুমায় বিজিবি কর্তৃক সন্ত্রাস বিরোধী অভিযান চলাকালে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি ফেলে পালিয়েছে কেএনএফ সন্ত্রাসীরা। পরে বিজিবি সদস্যরা অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করে।
গতকাল রবিবার (১৭ নভেম্বর) বিকেলে রুমা উপজেলার দুর্গম সীমান্তবর্তী হানজুরাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ইউনিফর্ম পরিহিত একটি সশস্ত্র দল পাহাড়ি ঝিরি অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারত সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান সনাক্ত করে সেখানে অভিযান পরিচালনা করে বিজিবির একটি আভিযানিক দল। এসময় বিজিবির অভিযানের মুখে হতভম্ব হয়ে কেএনএফ সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত অস্ত্র ও বেশকিছু সরঞ্জাম পেলে পালিয়ে যায়।
বিজিবি সদস্যরা পরে ওই এলাকা তল্লাশি চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র, গোলাবারুদ, ইউনিফর্ম এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়।
বান্দরবানের রুমা ওথানচিসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে কেএনএফ সন্ত্রাসীরা বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল, যার মধ্যে ব্যাংক ডাকাতি এবং সশস্ত্র তৎপরতা বিশেষভাবে উল্লেখযোগ্য। বিজিবির এই সফল অভিযান স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকলে সাধারণ জনগণ শান্তিতে থাকতে পারবে।
সংশ্লিষ্টরা বলছেন, এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। বিজিবির এই পদক্ষেপ স্থানীয় জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি করেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।