চট্টগ্রামের জোরারগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান কাঠ জব্দ
নিউজ ডেস্ক
চট্টগ্রাম জেলার জোরারগঞ্জে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচারকালে ৩৩১.০৬ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোস্টের সামনে থেকে এসব কাঠ জব্দ করে বিজিবির কয়লারমূখ চেকপোস্টে কর্মরত সদস্যরা।
জানা যায়, এদিন বিকেল ৩টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমূখ চেকপোস্টে কর্মরত হাবিলদার জাফরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোস্ট এর সামনে হতে মালিকবিহীন অবস্থায় ৩৩১.০৬ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, প্রয়োজনীয় কার্যক্রম শেষে জব্দকৃত কাঠ নিকটস্থ সীতাকুন্ড বনবিটে জমা করা হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে। বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।