খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ পুলিশের হাতে ইউপিডিএফ সন্ত্রাসী সজল গ্রেপ্তার

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ পুলিশের হাতে ইউপিডিএফ সন্ত্রাসী সজল গ্রেপ্তার

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ পুলিশের হাতে ইউপিডিএফ সন্ত্রাসী সজল গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি-অপহরণসহ ত্রাস সৃষ্টি করা প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল ইউপিডিএফের চাঁদা উত্তোলনকারী সজল ত্রিপুরাকে (২৮) আটক করেছে রামগড় থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও একটি এলজি উদ্ধার করা হয়।

সজল ত্রিপুরার আসল নাম সুবেল ত্রিপুরা। সে দীর্ঘদিন ধরে রামগড় ও আশেপাশের এলাকায় এক ধরনের ত্রাস সৃষ্টি করে পরিস্থিতি উত্তপ্ত করে আসছিলো।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোররাতে পুলিশের এক বিশেষ অভিযানে পাতাছড়া ইউনিয়নের জরিচন্দ্রপাড়া থেকে সে গ্রেফতার হয়। সে একটি মামলার সাজাপ্রাপ্ত ও অপর তিনটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

খাগড়াছড়িতে অস্ত্র-গুলিসহ পুলিশের হাতে ইউপিডিএফ সন্ত্রাসী সজল গ্রেপ্তার

পুলিশ জানায়, গোপনসূত্রে খবর পেয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিনের নির্দেশনায় রামগড় থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়ায় অভিযান চালায়। এসময় একাধিক মামলার পরোয়ানাভূক্ত আসামী সুবেল ত্রিপুরা প্রকাশ সজলকে (২৮) গ্রেফতার করে পুলিশ। পুলিশ তার বসতঘর তল্লাশি করে দেশিয় তৈরি একটি পিস্তল, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুটি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গ্রেফতারকৃত সুবেল ত্রিপুরা প্রকাশ সজলের বিরুদ্ধে থানায় অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ৪টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার তিন বছরের সাজা হয়। চারটি মামলাতেই সে পরোয়ানাভূক্ত পলাতক আসামী। তিনি আরও জানান, মঙ্গলবার তার নামে অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।