চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামী গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামী গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার শীর্ষ সন্ত্রাসী জয়নাল আবেদীন ওরফে হাত কাটা নফর’কে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জানা গেছে, নফর এর বিরুদ্ধে স্বর্ণ/মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নি সংযোগসহ বিভিন্ন থানায় সর্বমোট ৯টি মামলা রয়েছে।

গতকাল সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জয়নাল আবেদীন নফরকে চুয়াডাঙ্গা সদর থেকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতিসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।