লক্ষ্মীছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষ্মীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২০ নভেম্বর) মানবিক সহায়তার অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে জনকল্যানমূলক সহায়তা প্রদান করা হয়েছে।
লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে হত দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন, বৌদ্ধ বিহার মেরামতের জন্য টিন, স্কুল মেরামতের জন্য অনুদান, বিভিন্ন বিদ্যালয় ও এতিমখানায় আর্থিক অনুদান, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং অসহায় ও দরিদ্রদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম।
এসময় জোন উপ-অধিনায়ক মেজর সারোয়ার জাহানসহ পদস্থ সেনা কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীছড়ি উপজেলার বসবাসরত দুঃস্থ ও হতদরিদ্র জনসাধারণ সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সেনাবাহিনীর তথা লক্ষ্মীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবিক সহায়তা কর্মসূচী শেষে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।