ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে বসতঘর উপহার দিলো সেনাবাহিনী
নিউজ ডেস্ক
সম্প্রতি অতিবৃষ্টি ও ভারতের ছাড়া ডুম্বুর বাঁধের পানিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের ফটিকছড়ির দুই পরিবারকে দুটি বসত ঘর নির্মান করেছে দিয়েছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি জোন।
ঝিনাইদহ এক্স ক্যাডেট এসোসিয়েশন (জেক্সকা) এর অর্থায়নে বসতঘর দুটির নির্মানকাজ বাস্তবায়ন করে লক্ষ্মীছড়ি জোন।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলায় বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম এর অংশ হিসেবে সুন্দরপুর ইউনিয়ন এবং ভুজপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২টি পরিবারের মাঝে ২টি বসতঘর হস্তান্তর করা হয়।
বাসস্থান ২টি ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে হস্তান্তর করেন লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম।
এসময় লক্ষীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সারোয়ার জাহানসহ অন্যান্য সামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ফটিকছড়িতে বন্যার্তদের সাহায্য, উদ্ধার এবং বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে এবং এই ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের সকলস্তরের মানুষকে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।
এছাড়া, পুনর্বাসন সুবিধাপ্রাপ্ত পরিবার সমূহ এই মহতী উদ্যোগের জন্য ঝিনাইদহ এক্স ক্যাডেট এসোসিয়েশন (জেক্সকা) ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৫টি ইউনিয়ন বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই ফটিকছড়িতে বন্যার্তদের উদ্ধার এবং বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে নিয়োজিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।