রাঙামাটির কাপ্তাই সেনা জোনের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
নিউজ ডেস্ক
যথাযোগ্য মর্যাদায় পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই সেনা জোনের আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় সিপাহী শহীদ আফজাল হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উল্লাহ জুয়েল।
এসময় কাপ্তাই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়াসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের কল্যাণ, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, ছাপ্পান্ন বেংগলের অফিসার, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং সৈনিকরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।