আঞ্চলিক পরিষদ ভেঙে পুনর্গঠনের দাবি ইউপিডিএফ পন্থিদের

আঞ্চলিক পরিষদ ভেঙে পুনর্গঠনের দাবি ইউপিডিএফ পন্থিদের

আঞ্চলিক পরিষদ ভেঙে পুনর্গঠনের দাবি ইউপিডিএফ পন্থিদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কুতুকছড়িতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ভেঙে পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বিকালে রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের কুতুকছড়ি বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের সামনে ‘ফ্যাসিস্ট শাসনমুক্ত পার্বত্য চট্টগ্রাম চাই’- এই স্লোগানে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ব্যানারে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

তবে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ব্যানারে সমাবেশটি অনুষ্ঠিত হলেও এটি মূলত পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিফিএফ) কর্মসূচি।

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা নতুন জয় কারবারির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, অর্থ সম্পাদক হরি কুমার কারবারি, যুগ্ম সম্পাদক শ্যামল কারবারি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফলে হাসিনা সরকারের পতন হলে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে সংবিধান সংস্কার থেকে শুরু করে দেশের অনেক কিছু সংস্কার হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ সংস্কার করা হলেও আমরা যদি দেখি ১৯৯৯ সালে হাসিনার আমলে আঞ্চলিক পরিষদ গঠন করা হয়। সেই হাসিনা আমলে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান এত বছর ধরে অবৈধভাবে নির্বাচন ছাড়া ক্ষমতায় রয়েছেন। সময় এসেছে সকল অনিয়মের অবসান ঘটিয়ে নতুন করে গোছানোর। এখন সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে আঞ্চলিক পরিষদ পুনর্গঠন করতে হবে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান হলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সইয়ের পর চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদ গঠন হয়। এরপর বিগত সরকারগুলোর আমলে জেলা পরিষদগুলো অন্তর্বর্তী সময়ের জন্য পুনর্গঠন করা হলেও আঞ্চলিক পরিষদ আর পুনর্গঠন হয়নি।

উল্লেখ্য, ১৯৯৭ সালের শান্তিচুক্তির পর ১৯৯৮ সালে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ভেঙে আত্মপ্রকাশ করে পাহাড়ের আরেক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনটির নেতৃত্বে আসেন জনসংহতি সমিতির তৎকালীন সহযোগী ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি প্রসিত বিকাশ খীসা। বর্তমানে প্রসিত খীসাও একটানা ইউপিডিএফের সভাপতির দায়িত্বে রয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।