ভারত থেকে ফেরার সময় সীমান্তে দুই তরুণী আটক
নিউজ ডেস্ক
গত ২১ নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ২৩১০ ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ পানুয়াছড়া বিওপি’তে কর্মরত নাঃ সুবেঃ মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত নুনুরচর নামক স্থান হতে মালিকবিহীন ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।
অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে বাংলাদেশি দুই তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, খুলনার স্বপ্না বেগম (৩০) ও পিরোজপুরের সোনিয়া আক্তার (২২)।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশি এই দুই তরুণী প্রায় ৩ মাস আগে অবৈধপথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আগরতলায় যান। সেখানে গিয়ে গৃহকর্মীর কাজ করতেন। বৃহস্পতিবার রাতে টাকার বিনিময়ে ভারতীয় রাহুল দাস ও বাংলাদেশি মো. সাইমুন নামে মানবপাচারকারীর সহযোগিতায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন তারা। এসময় ফকিরমোড়া বিওপির টহল দলের সদস্যরা তাদের আটক করে।
তিনি আরও জানান, আটকদের আখাউড়া থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় পাচারকারীসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।