ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ বিজিবির হাতে ২ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
চট্টগ্রামের জোরারগঞ্জে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়নের সদস্যরা।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত বৌদ্দঘেড়ামারা নামক স্থান হতে মাদকসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জোরারগঞ্জ থানার করের হাট িএলাকার ঘেড়ামারার সুমা মিয়ার ছেলে তারেক রহমান (২৩) ও নোনা মিয়ার ছেলে তারেক (২৩)।
সূত্র জানায়, দুপুর আনুমানকি সাড়ে ৩টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ পান্নু মিয়া এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত বৌদ্দঘেড়ামারা নামক স্থান হতে ভারতীয় ১ বোতল মদ ও ২৫ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাদের জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।