টেকনাফে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে নাফনদী সীমান্ত দিয়ে প্রবেশের সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (২৫ নভেম্বর) রাতে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির আওতাধীন নাজিরপাড়া নাফনদী সীমান্ত দিয়ে রাতে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে দিয়ে প্রবেশ করবে- এমন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির দুইটি টহলদল সর্তক অবস্থান নেয়। কিছুক্ষণ পর চোরাকারবারীদের নাফনদী সাঁতরে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে কেওড়া বাগানের দিকে আসতে দেখলে টহলদল তাদের ধাওয়া করে। টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা মাদকের কয়েকটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরে টহলদল চোরাকারবারীদের ফেলে যাওয়া তিনটি ব্যাগ থেকে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

মহিউদ্দীন আহমেদ বলেন, টহলদল চোরাকারবারীদের আটকের চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। তবে গোয়েন্দা কার্যক্রম চলমান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।