চট্টগ্রামে সেনাবাহিনীর যৌথ অভিযান, অস্ত্রসহ আটক ২

নিউজ ডেস্ক
চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি অবৈধ দেশীয় পিস্তল এবং ২৪টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বদু হাজী বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. আরাফাত (৩২) ও মহিউদ্দিন হামিম (১৮)।
এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের ঘরে তল্লাশি চালিয়ে একটি অবৈধ দেশীয় তৈরি ইম্প্রোভাইজড পিস্তল এবং ২৪টি ধারালো অস্ত্র পাওয়া যায়। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অস্ত্রসহ আটকদের বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেজর রাসেল বলেন, সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সব ধরনের সামাজিক অনাচার ও অপরাধমূলক কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ‘আটক দুই সন্ত্রাসীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। তাদের গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরেছে।’
এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান এলাকাবাসী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।