সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সীমান্তে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৫ নভেম্বর) ও মঙ্গলবার (২৬ নভেম্বর) অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, ২৫ ও ২৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, তামাবিল, সংগ্রাম, শ্রীপুর, সোনারহাট, প্রতাপপুর, মিনাটিলা, কালাসাদেক এবং পাথরকোয়ারী বিওপি অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও সুপারি এবং চোরাচালানি মালামাল বহনকারী ট্রাক, ইজিবাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৮ হাজার ১৩ হাজার ১০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।