রাঙামাটিতে সেনাবাহিনী আয়োজিত শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
রাঙামাটির কাপ্তাই সেনা জোনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।
আজ ২৭ নভেম্বর (বুধবার) বিকেলে কাপ্তাই সেনা জোনের খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে অটল ছাপ্পান্ন ক্রিকেট টিম ৯ রানে শহীদ শামসুদ্দিন তীবরিজি স্মৃতি সংঘ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে উপজেলার ১২টি দল অংশগ্রহণ করেছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উল্লাহ জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাদাত হোসেন এবং ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ।
অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, “যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় এবং সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই। আমি নিজেও খেলাধুলা প্রিয় ব্যক্তি এবং অদূর ভবিষ্যতে কাপ্তাই সেনা জোনের পক্ষ থেকে আরও প্রতিযোগিতার আয়োজন করা হবে।” তিনি স্থানীয় জনগণকে এমন আয়োজনে সৎস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে কাপ্তাই সেনা জোন যুব সমাজকে সুস্থ সংস্কৃতির দিকে এগিয়ে নেওয়ার মিশনে নতুন উদ্যম যোগ করলো।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।