খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, ত্রিপুরা যুবক আটক
নিউজ ডেস্ক
খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগে গোপিনাথ ত্রিপুরা (২২) নামের এক ত্রিপুরা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সদর উপজেলার পেরাছড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান।
গ্রেপ্তার ব্যক্তির নাম গোপিনাথ ত্রিপুরা। সে ৪নং পেরাছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ৫ মাইল কালাপানি ছড়ার অলদ মোহন ত্রিপুরার ছেলে।
মামলার বরাতে পুলিশ জানায়, বুধবার বিকালে এক কিশোরী মোবাইলে টাকা রিচার্জ শেষে দোকান থেকে বাসায় ফিরছিল। এ সময় আসামি তাকে মুখ চেপে ধরে একটি খামারে নিয়ে ধর্ষণ করে। এ সময় বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়।
কিশোরীকে অজ্ঞান অবস্থায় রেখে আসামি পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় কিশোরীর মা খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
ওসি বলেন, বৃহস্পতিবার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।