১৫ মিনিটে বাংলাদেশ ক্লিয়ার করব- বিজেপি নেতা টি রাজা সিং

নিউজ ডেস্ক
১৫ মিনিটের মধ্যে বাংলাদেশ ‘ক্লিয়ার’ করবেন বলে হুংকার দিয়েছেন বিজেপি নেতা ও তেলেঙ্গানার এমপি টি রাজা সিং। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করে বলেন, মাত্র ১৫ মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন, বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্যাতন চলছে, সেই পরিস্থিতি ক্লিয়ার করে দেব।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গতকাল রোববার দক্ষিণ গোয়ার কুরচোরেমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে টি রাজা সিং এসব কথা বলেন।
বিজেপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুট করা হচ্ছে। তারা সাহায্যের জন্য আবেদন করছে। আমি বলতে চাই, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য আমরা লড়াই করতে প্রস্তুত। মোদিজি, কেবল ১৫ মিনিটের জন্য দরজা খুলে দিন, আমরা কাজটি করব।’
এ সময় মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন রাজা সিং। তারপর বলেন, ‘যারা ভারতের বিরুদ্ধে যাবে, তারা একই পরিণতির শিকার হবে।’ এ সময় তিনি একটি তলোয়ারও বের করেন এবং বলেন, ‘এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুরে রাখার জন্য নয়। এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত।’
বিরোধী দল কংগ্রেস গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের কাছে রাজা সিংয়ের গোয়া সফর বাতিলের আবেদন জানিয়েছিল এবং তাঁকে ‘বিতর্কিত ব্যক্তি, যার ঘৃণামূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক উসকানির ইতিহাস রয়েছে’ বলে অভিহিত করেছিল। শুক্রবার কংগ্রেস বলেছিল, এই সফর গোয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং শান্তিপূর্ণ গন্তব্য হিসেবে গোয়ার সুনাম ক্ষুণ্ন করতে পারে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।