রামগড়ে অবৈধ পথে আনা ৬৭০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করল বিজিবি

রামগড়ে অবৈধ পথে আনা ৬৭০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করল বিজিবি

রামগড়ে অবৈধ পথে আনা ৬৭০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি জেলার রামগড়ে অভিযান পরিচালনা করে অবৈধ পথে দেশে নিয়ে আসা ৬৭০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি)।

অঅজ সোমবার (৯ ডিসেম্বর) রামগড়ের বল্টুরামপাড়া থেকে এসব সিগারেট জব্দ করে বিজিবির রামগড় বিওপিতে কর্মরত সদস্যরা।

জানা যায়, দুপুর আনুমানিক পোনে ৩টার দিকে রামগড় জোন (৪৩ বিজিবি) এর অধীনস্থ রামগড় বিওপিতে কর্মরত সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত বল্টুরামপাড়া নামক স্থান হতে মালিকবিহীন ৬৭০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, প্রয়োজনীয় কার্যক্রম শেষে জব্দকৃত মদ পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।