বান্দরবানের আলীকদমে শিক্ষা ও সম্প্রীতি উন্নয়নে স্থানীয়দের নিয়ে সেনাবাহিনীর সমন্বয় সভা
নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার আলীকদমে আধুনিক শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য সামাজিক সুবিধা হতে বঞ্চিত সাধারণ জনগণের যে কোন দূর্যোগ মোকাবেলায় বন্ধু হয়ে বাংলাদেশ সেনাবাহিনী পাঁচ দশকের বেশি সময় যাবত পাশে রয়েছে।
সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের বান্দরবান রিজিয়নের আলীকদম সেনা জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় এই অঞ্চলে শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য এবং আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রী ভর্তি করার নিমিত্তে, আলীকদম এবং লামা উপজেলার কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের নিয়ে গতকাল রবিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইলেকট্রিক মিডিয়ার ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন, পার্বত্য এলাকায় বসবাসরত সকল উপজাতি এবং বাঙ্গালীদের মধ্যে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনসংখ্যার আপদকালীন সময় ছাড়াও শিক্ষা ব্যবস্থায় সবসময় সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সাধারণ জনগণের মাঝে পাশে থেকে যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।
পরে জোন অধিনায়ক উপস্থিত কারবারীদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।