সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদেরর মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সম্প্রতি কুরআন অবমাননা ঘটনায় ক্ষতিগ্রস্ত মংলারগাও গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার পাশাপাশি তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন সেনাবাহিনী।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে মংলারগাও গ্রামে শতাধিক পরিবারের মধ্যে চাউল, ডাল, চিনি, ময়দা, তেল, পেঁয়াজসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন মেজর জাবির আল আসিফ, ক্যাপ্টেন সোয়েব বিন আহমাদ, ওয়ারেন্ট অফিসার শওকত, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু, সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সদস্য মাও. আব্দুস সালাম আল মাদানি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী, সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরা সদস্য দোয়ারাবাজার উপজেলা আমির ডা হারুনুর রশীদ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, হেফাজতে ইসলামের উপজেলা সভাপতি মাও. হুসাইন আহমেদ প্রমুখ।
মেজর জাবির আল আসিফ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।