ফেনীতে যৌথবাহিনীর অভিযানে ভুয়া সেনা সদস্য আটক

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে ভুয়া সেনা সদস্য আটক

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে ভুয়া সেনা সদস্য আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ফেনীর মহিপালে যৌথবাহিনীর অভিযানে মো. নাজমুল হাসান (২৫) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় মহিপাল সার্কিট হাউজ সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক নাজমুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাটাফুল গ্রামের মো. মিলন আলীর ছেলে।

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ফাতিন ইশতিয়াক বলেন, “মহিপাল সার্কিট হাউজ রোড এলাকায় সেনা পোশাকে এক ব্যক্তি সন্দেহজনক ঘুরাফেরা করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। অভিযানে ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সেনা পোশাক, কমব্যাট টাউজার, কমব্যাট ক্যাপ, সেনা পোশাক পরিহিত তিনটি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, সেনাবাহিনীর প্রচ্ছদের ছবি লাগানো মোবাইল ও সিম কার্ড পাওয়া যায়। পরে তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটক ব্যক্তি থানা হাজতে রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।