রাঙামাটির কাপ্তাইয়ে বিজয় দিবসে জোন কমান্ডার্স স্কলারশিপের পুরস্কার বিতরণ

রাঙামাটির কাপ্তাইয়ে বিজয় দিবসে জোন কমান্ডার্স স্কলারশিপের পুরস্কার বিতরণ

রাঙামাটির কাপ্তাইয়ে বিজয় দিবসে জোন কমান্ডার্স স্কলারশিপের পুরস্কার বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির কাপ্তাইয়ে সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়ন পরিচালিত কাপ্তাই শিশু নিকেতন স্কুলে মহান বিজয় দিবস ও জোন কমান্ডার্স স্কলারশিপের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল।

এসময় কাপ্তাই সেনা জোনের পক্ষ থেকে উপজেলার ১১ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।

এতে বিজয় দিবস প্যারেড এবং মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন কাপ্তাই শিশু নিকেতন স্কুলে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা। পরে জোন অধিনায়ক, জোন কমান্ডার্স স্কলারশিপ এ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর দুইটি বিভাগে (‘ক’ বিভাগ- ৩য় হতে ৫ম শ্রেণি এবং ‘খ’ বিভাগ – ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি) জোন কমান্ডারস স্কলারশিপ-২৪ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কাপ্তাই উপজেলাসহ আশপাশের উপজেলার ৩৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। স্কলারশিপ অনুষ্ঠিত হয় দুইটি বিভাগে। এর মধ্যে ২৮টি স্কুল ও মাদ্রাসা থেকে ২ ভাগে মোট ৮৯ জন বৃত্তি পেয়েছে। এছাড়া ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৮৩ জন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।