খাগড়াছড়িতে উপজাতি সন্ত্রাসী কর্তৃক চালককে মারধর, অটোরিক্সা ছিনতাই - Southeast Asia Journal

খাগড়াছড়িতে উপজাতি সন্ত্রাসী কর্তৃক চালককে মারধর, অটোরিক্সা ছিনতাই

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে উপজাতি সন্ত্রাসী কর্তৃক এক অটোরিক্সা চালককে মারধর করে অটোরিক্সা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার খাগিড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকার অটোরিক্সা চালক মোঃ আমির খান (২২) সকালে অটোরিক্সা নিয়ে বেরিয়ে যায় এবং দুপুরে সে বাসায় না গিয়ে শহরের বাসস্ট্যান্ড হোটেলে খাবার খান। পরে বিকেলে ভাড়া যাত্রী নিয়ে সে খাগড়াছড়ি বাসস্ট্যান্ড হতে আলুটিলা পূনর্বাসন এলাকায় গমন করলে সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে কয়েকজন উপজাতি সন্ত্রাসী অটো চালকের ওপর হামলা করে তাকে গুরুতর আহত করে তার অটোরিক্সাটি ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায় এবং বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

আহত আমির খান ময়মনসিংহ জেলার কেন্দুয়া উপজেলার কুইশা এলাকার মোঃ সিদ্দিক ভূইয়ার পুত্র এবং সে খাগড়াছড়ির শালবন এলাকায় চাচার বাড়িতে থেকে অটোরিক্সা চালায় বলে জানা যায়।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রশিদের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, উপজাতি সন্ত্রাসীরা চাঁদার জন্য প্রায় সময় এধরনের ঘটনা ঘটিয়ে থাকে। ধারণা করা হচ্ছে হয়তো অটোরিক্সা চালকের নিকট চাঁদা না পেয়ে তাকে আহত করে অটোরিক্সাটি ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছে সন্ত্রাসীরা।