রোহিঙ্গাদের ধৈর্য ধরার আহ্বান আরসা প্রধানের
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অঞ্চলের মিয়ানমার অংশ নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। বিদ্রোহী এই গোষ্ঠীর এমন দাবি করার এক সপ্তাহ যেতে না যেতেই সামনে এলো আর একটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীদের সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা’র) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির অডিও বার্তা।
ওই অডিওর ব্যাপ্তিকাল ৯ মিনিট ৫৯ সেকেন্ড, আরবি ভাষার বক্তব্য শুরু করে পরে রোহিঙ্গা ভাষায় আতাউল্লাহ আরাকান আর্মি’র মংডু দখল প্রসঙ্গে কথা বলেন। অডিও বার্তায় তিনি বলেন, “রোহিঙ্গা ও আরাকান রাজ্য নিয়ে এটা কোনো নতুন খেলা নয়, এটি পুরাতন খেলা-মিয়ানমার সরকারের জান্তারাই আরাকান আর্মিকে ক্ষমতা দিয়েছিল, তারা নিজেরাই রোহিঙ্গা মুসলমানদের শেষ করার জন্য আরাকান আর্মি প্রতিষ্ঠা করেছিল অথচ আজ তারা সে ফল পেয়েছে।”
আরকান আর্মি-জান্তা দুটোর সাথেই আরসা যুদ্ধ করেছে উল্লেখ করে আতাউল্লাহ বলেন, আরাকান রাজ্য থেকে জান্তা বাহিনী এখন চলে গেছে কিন্তু আরসা আছে, কোনো মতেই আরাকানের ভূমি ছাড়া যাবে না বলে উল্লেখ করেন।
রোহিঙ্গাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা’র) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি’র অডিও বার্তা শেষ করেন।
আরসা’র প্রধান আতাউল্লাহ কোন স্থান থেকে এই অডিও বার্তা দিয়েছেন তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
তবে রোহিঙ্গা ক্যাম্প সূত্র বলছে, আতাউল্লাহ গত ৮ বছর ধরে রাখাইনের বুচিডং জেলার নিকটবর্তী বনাঞ্চলে নিজের সঙ্গীদের নিয়ে যুদ্ধ পরিচালনা করছেন বলে তথ্য পাওয়া গেছে।
উল্লেখ্য যে, দীর্ঘ ১১ মাসের লড়াই-সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গত এক সপ্তাহে মংডু টাউনশিপের দক্ষিণে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সর্বশেষ ৫ নম্বর সীমান্ত ব্যাটালিয়নটিও দখলে নেয় তারা। সামরিক জান্তাদের হটিয়ে প্রায় ২৭২ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল দিচ্ছে আরাকান আর্মি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।