সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন শহীদ আবু সাঈদের পিতার অবস্থার উন্নতি

সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন শহীদ আবু সাঈদের পিতার অবস্থার উন্নতি

সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন শহীদ আবু সাঈদের পিতার অবস্থার উন্নতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন (৬৫)’কে ঢাকা সিএমএইচ এর ক্রিটিকাল কেয়ার সেন্টার (সিসিসি) হতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ)-এ স্থানান্তরিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ২০২৪ তারিখে শহীদ আবু সাঈদের পিতা জ্বর ও পেটের পীড়া নিয়ে সিএমএইচ, রংপুরে ভর্তি হয় এবং ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজের আইসিইউ’তে স্থানান্তর করা হয়েছিল।

সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন শহীদ আবু সাঈদের পিতার অবস্থার উন্নতি

তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে সিএমএইচ, ঢাকায় স্থানান্তর করা হয়।

পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে একিউট ভাইরাল মেনিনজাইটিস ও নিউমোনিয়া সংক্রমণ পাওয়া যায়।

এছাড়াও, তিনি আগে থেকেই ফুসফুসের সমস্যা, ব্লাড প্রেসার ও কিডনী জটিলতায় ভুগছিলেন। নির্দিষ্ট ঔষুধের মাধ্যমে চিকিৎসা শুরু হলে, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। সিএমএইচ, ঢাকার চিকিৎসকদের কঠোর প্রচেষ্টা ও উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি এখন সুস্থতার দিকে অগ্রসর হচ্ছেন। চিকিৎসকরা আশাবাদী যে, তিনি শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।