বান্দরবানে অবসরপ্রাপ্ত সেনাসদস্য লালচেউ থাং বমকে সেনাবাহিনীর মরণোত্তর সম্মাননা

নিউজ ডেস্ক
বান্দরবান পার্বত্য জেলার রুমায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য লালচেউ থাং বমকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে সেনাবাহিনীর রুমা জোন।
আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রুমা জোন কর্তৃক রুমা বাজার সংলগ্ন লালঙাক পাড়া এলাকায় বম সম্প্রদায়ের অবসরপ্রাপ্ত কর্পোরাল লালচেউ থাং বমকে মরণোত্তর সম্মাননা প্রদান পূর্বক সমাহিত করা হয়।
লালচেউ থাং বম উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের আরথা পাড়ার বাসিন্দা ও মৃত লাল দাও বমের ছেলে।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরের একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন।
অবসরপ্রাপ্ত কর্পোরাল লালচেউ থাং বম এর মরদেহ বাজার সংলগ্ন জাইঅন পাড়াস্থ বম হোষ্টেলের পাশে সমাহিত করা হয়।
এদিন তার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।