৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবানের সকল মানুষের আস্থার ঠিকানা- ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান

৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবানের সকল মানুষের আস্থার ঠিকানা- ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান

৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবানের সকল মানুষের আস্থার ঠিকানা- ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দীর্ঘ পথচলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন পাহাড়ের মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।

১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সম্পাদিত পর সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন পার্বত্য জেলা বান্দরবানে কাজ করা শুরু করে। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের সকল মানুষের জন্য একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে বান্দরবান রিজিয়ন সবসময় জনমানুষের পাশে ছিলো বলেও জানান তিনি।

আজ শনিবার (২১ ডিসেম্বর) ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবানের সকল মানুষের আস্থার ঠিকানা- ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান

দুপুরে সেনা রিজিয়নের আয়োজনে বান্দরবান সেনানিবাসের বাস্কেটবল গ্রাউন্ড মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি।

পাহাড়ের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে রিজিয়ন কমান্ডার বলেন, সকল সম্প্রদায়ের পাশে থেকে পাহাড়ের শান্তি সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তাই সকলকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।