মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৫ সন্ত্রাসী গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মোহাম্মদপুরে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

রোববার (২২ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, গত ২১ ডিসেম্বর রাতে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে তার ৫ সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এ সময় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।