দুর্গম পাহাড়ে পানির সমস্যা নিরসনে গভীর নলকূপ ও বিশুদ্ধ পানির পয়েন্ট স্থাপন করল সেনাবাহিনী

নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার ক্যাংগালছড়িতে বসবাসরত স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সমস্যা নিরসনে এবার গভীর নলকূপ ও বিশুদ্ধ পানির পয়েন্ট স্থাপন করে দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন এ প্রকল্পটি বাস্তবায়ন করে।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহ্রিয়ার সাফকাত ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুপেয় পানির এ গভীর নলকূপ এবং বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন করেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মহালছড়ি জোনের এমন জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয়রা তাদের কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছেন। এই গভীর নলকূপের মাধ্যমে এলাকার বিশুদ্ধ পানির চাহিদা পূরণ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মহালছড়ি জোনও স্থানীয়দের যেকোন সমস্যায় সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।