টেকনাফে বাস থেকে এক কেজি ৮০৬ গ্রাম হেরোইন জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে পালকি পরিবহনের একটি বাস থেকে এক কেজি ৮০৬ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার হোয়াইক্যং চেকপোস্ট থেকে হেরোইনগুলো জব্দ করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় সকাল থেকে চেকপোস্ট বসায় বিজিবি। দুপুরে টেকনাফগামী পালকি পরিবহনের একটি বাস তল্লাশি করে এক কেজি ৮০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।